সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর 

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর 

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (১২ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির নতুন ভবনরে নিচতলা হলরুমে আয়োজিত ওই শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাড. তহিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক আবু নঈম মো. হাবিবুল্লাহসহ ১৫ সদস্যর কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রবীণ আইনজীবী অ্যাড. আজিজুল ইসলাম জুগলু।

অনুষ্ঠানের সভাপতি ও সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাড. একরামুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক অ্যাড. আ.ন.ম হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে ইন্দ্রোজিৎ কুমার রায় অনিকের সঞ্চালনায় নবনির্বাচিত ১৫ সদস্য কার্যনির্বাহী কমিটির নেতদের ফুল দিয়ে বরণ করেন সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির নেতারা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আনোয়ার কামাল। অনুষ্ঠানে নির্বাচনের দায়িত্বে থাকা ৩ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

টিএইচ